হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মেদিনীপুর জেলার কুমারপুর গ্রামে সম্প্রতি এক মহত্মপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হিসেবে কারবালার শহীদ ইমাম হোসাইন (আ.) এর চল্লিশা অনুষ্ঠিত হয়। কুমারপুর পাঁচতারা ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এই অনুষ্ঠানে এলাকার বহু মুমিন উপস্থিত ছিলেন এবং ইমাম হোসাইনের ত্যাগ ও শাহাদাতের স্মৃতিতে গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম মাওলানা মুনির আবাস নাজাফি, যিনি কুমারপুর জামে মসজিদের পেশ ইমাম। তাঁর সঙ্গে ছিলেন হুজ্জাতুল ইসলাম মাওলানা গোলাম সরওয়ার সাহেব। উভয় বক্তা ইমাম হোসাইনের জীবনী, কারবালার ঘটনাবলী এবং তাঁর মহান ত্যাগ ও ন্যায়বিচারের জন্য সংগ্রামের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত বাণী প্রদান করেন।
মাওলানা মুনির আবাস নাজাফি তাঁর বক্তব্যে বলেন, “ইমাম হোসাইনের জীবন আমাদের সকলের জন্য এক আদর্শ, যারা ন্যায়বিচার, ধর্ম ও মানবতার পথ অনুসরণ করেন। কারবালার ঘটনা শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য এক মহান শিক্ষা যা আজকের যুগেও প্রাসঙ্গিক।”
অন্যদিকে, মাওলানা গোলাম সরওয়ার সাহেব ইমাম হোসাইনের ত্যাগের গুরুত্ব তুলে ধরে বলেন, “শাহাদাতের মাধ্যমে তিনি প্রতিষ্ঠা করেছেন এক নতুন ধর্মীয় ও নৈতিক আদর্শ, যা আমাদেরকে সমাজে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে।”
অনুষ্ঠানে উপস্থিত সকল মুমিনগণ একত্রিত হয়ে দোয়া ও নামাজের মাধ্যমে এই মহত্মপূর্ণ চল্লিশার অংশগ্রহণ করেন। কুমারপুরের মানুষ এই অনুষ্ঠানের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের মূল্যবোধ ও কারবালার স্মৃতি অক্ষুন্ন রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এই চল্লিশা আয়োজন কুমারপুর অঞ্চলের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের উজ্জীবিত করার পাশাপাশি যুবসমাজের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করার দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে অভিহিত করা হয়েছে।
রিপোর্ট: লাল্টু ও আমির হোসেন
আপনার কমেন্ট